1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী অঞ্চলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি : নির্বিকার প্রশাসন

  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৫৯৭ বার
রাজশাহী অঞ্চলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি : নির্বিকার প্রশাসন
রাজশাহী অঞ্চলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি : নির্বিকার প্রশাসন

মাসুদ রানা রাব্বানী: বৃহত্তর রাজশাহী অঞ্চলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি। পরিবেশ অধিদফতরের তরফ থেকে হাতেগোনা কিছু ইটভাটার ছাত্রপত্র রয়েছে। লাইসেন্স রয়েছে অন্তত অর্ধ্বশত ইটভাটার। আর বাকি সব ইটভাটা-ই অবৈধ।

পরিবেশ অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, রাজশাহী অঞ্চলের চারটি জেলায় (রাজশাহী, চাঁপইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর) অবৈধ ইটভাটার সংখ্যা অন্তত সাড়ে ৪০০টি। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরো অনেক বেশি হবে বলে সূত্র জানিয়েছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। জনবল কম এমন অজুহাত দেখিয়ে রাজশাহী পরিবেশ অধিদফতর অনেকটা চুপ। সরকারি এই দফতরটি কিছু রুটিন ওয়ার্ক করলেও বাস্তবে মাঠ পর্যায়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ও আইনানুগ ব্যবস্থাগ্রহণে সন্তোষজনক তৎপরতা নেই বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ ইটভাটা রাজশাহী অঞ্চলের উর্বর ফসলি জমি খেয়ে ফেলছে। এতে কমছে জমির উর্বরা শক্তি। এসব ইটভাটায় নিম্নমানের কয়লা পোড়ানোয় বাড়ছে দূষণ। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শতশত কৃষক। এছাড়া স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ।

রাজশাহী আঞ্চলিক কৃষি দফতরের একটি সূত্র জানায়, দুই বছর আগের তথ্যানুযায়ী অবৈধ ইটভাটায় চলে গেছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের অন্তত এক হাজার ৬১৬ হেক্টর উর্বর কৃষিজমি। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটায় চলে যাওয়া সেখানকার ৫৩০ দশমিক ২৬ হেক্টর জমির সম্পূর্ণটাই উর্বর ফসলি ক্ষেত। এছাড়া রাজশাহীতে ৩২৫ হেক্টর, নওগাঁয় ৪৭০ হেক্টর এবং নাটোরে ২৯১ হেক্টর জমিতে গড়ে উঠেছে ইটভাটা। বর্তমানে এ সংখ্যা আরো বেশি হবে বলে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে। তবে এ অঞ্চলে ইটভাটার সংখ্যা কত তার সুনির্দিষ্ট কোনো তথ্য কৃষি দফতরে নেই।

সূত্র বলছে, শুকনা মৌসুমে যেসব বিলে পানি থাকে না, সেসব বিলের ফসলি জমিতে ইটভাটা গড়ে উঠেছে বা উঠছে। এতে ফসলি জমি কমছে, চাপ পড়ছে কৃষির ওপর। গত ছয় বছরে অন্তত দেড় শতাধিক ইটভাটা গড়ে উঠেছে রাজশাহী জেলায়। এখন এ জেলায় ইটভাটার সংখ্যা অন্তত দেড় শতাধিক। এর মাত্র ১৩টির নিবন্ধন দিয়েছে জেলা প্রশাসকের দফতর।

বৈধ ও অবৈধ ইটভাটার সংখ্যা কত তা নিয়ে রাজশাহী পরিবেশ অধিদফতরের তথ্যেও রয়েছে গড়মিল। তাদের তথ্যানুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় আনুমানিক সাড়ে ৪০০টি ইটভাটা রয়েছে। এরমধ্যে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে রাজশাহী জেলার মাত্র ১৬টি ইটভাটার। বাকি তিনটি জেলার মধ্যে কোন জেলায় কতটি ইটভাটা তার সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি দফতরটি। এছাড়া সাড়ে ৪০০টি ইটভাটার মধ্যে কোন ক্যাটাগরির কতটি ইটভাটা সে সম্পর্কেও কোনো তথ্য সরকারি এই দফতরটির কাছে নেই। তবে বেসরকারি একটি সূত্র বলছে, রাজশাহী অঞ্চলে অবৈধ ইভাটার সংখ্যা আরো অনেক বেশি প্রায় ৭০০টি হবে।

ইটভাটার ক্ষতিকর প্রভাব সম্পর্কে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের এক কর্মকর্তা জানান, ইটভাটা থেকে নির্গত ছাই আশপাশের গাছপালা ও ফসলের মারাত্নক ক্ষতি করে। ছাই ও বস্তুকণা গাছের পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, উদ্ভিদের সালোকসংশ্লেষণ ও শ্বষণ প্রক্রিয়াকে মারাত্নকভাবে ব্যাহত করে। কার্বনডাইঅক্সাইড ও সালফারডাইঅক্সাইড মিশ্রিত ছাই আম, ধান, লিচু, কাঁঠাল, শিম, কুমড়া, সরিষাসহ বিভিন্ন ফসলের রেণুকে বিনষ্ট করে থাকে। এতে ফসলের উৎপাদনও মারাত্নকভাবে হ্রাস পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক কর্মকর্তা জানান, এক ফসলি বা অনাবাদি জমিতে ইটভাটা নির্মাণ করা যায়। কিন্তু রাজশাহীর বেশিরভাগ ইটভাটা গড়ে উঠেছে দুই অথবা তিন ফসলি জমিতে। কোনো কোনো সময় ভাটা মালিকেরা জমি কিনে নিয়ে কয়েক বছর ধরে অনাবাদি ফেলে রাখেন। পরে অনাবাদি দেখিয়ে ছাড়পত্র নেন। ভাটা মালিকেরা প্রভাবশালী হওয়ায় কৃষি দফতরের কিছুই করার থাকে না। তারা পার পেয়ে যান। এ নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জানতে চাইলে রাজশাহী জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মাহমুদা পারভীন জানান, সুনির্দিষ্ট নাম-ঠিকানাসহ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের গাফেলতির অভিযোগ অস্বীকার করেন তিনি। আর রাজশাহী পরিবেশ অধিদফতরের অন্য কর্মকর্তারা বলছেন, জনবল সংকটে কার্যক্রম জোরদার করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন সময়ে চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কিন্তু সাড়া মেলেনি। তা সত্বেও স্বল্প জনবল দিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

ইট প্রস্তুতকরণ ও ভাটা স্থাপন সংক্রান্ত ২০১৩ সালের আইন অনুযায়ী- জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ভাটা স্থাপন ও ইট পোড়ানো নিষিদ্ধ। এ আইন লংঘনকারী এক বছরের কারাদ- অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত হবে। কিন্তু এ অঞ্চলে এ আইন লংঘন করেই অধিকাংশ ইটভাটায় ইট বানানো ও পোড়ানো অব্যাহত রয়েছে।

তবে জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, লাইসেন্স নিতে ইটভাটা মালিকদের উৎসাহিত করছেন তারা। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে মাঠ প্রশাসন। অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ প্রক্রিয়া চলমান বলেও সূত্রটি জানিয়েছে।

এ বিষয়ে রাজশাহী ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম জানান, নিবন্ধন প্রক্রিয়া বেশ দীর্ঘ এবং জটিল। মোটা বিনিয়োগের পর পুরো প্রক্রিয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। তাদের কেউ কেউ ছাড়পত্র না পেলেও একটি প্রক্রিয়ার মধ্যে থেকেই ইটভাটা চালু করেন। তিনি বলেন, বৈধভাবেই ব্যবসা করতে চান তারা।

ভাটা মালিকেরা বলছেন, আইনি নানা জটিলতার কারণে ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভাটা মালিক বলেন, প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই কোনো কোনো সময় চাঁদা দিয়ে চালাতে হচ্ছে ইটভাটা।

ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ : রাজশাহীর পবা উপজেলার ভালাম ও ভবানিপুর এবং কাটাখালি থানাধীন কুখুন্ডি এলাকায় ৪-৫টি ইটভাটা ও হরিয়ান রাস্তার পাশের একটি ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। গত তিন বছর যাবত এই ভাটায় কাঠ পোড়ানো হলেও দেখার কেউ নেই।

জানা গেছে, পবা উপজেলার ভবানিপুর এলাকায় বিএএম ব্রিকস্ নামের একটি ইট ভাটা আবাসিক ও বাগান এলাকার পাশে কৃষি জমিতে গড়ে উঠেছে। এই ভাটায় তিন বছর যাবত কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ভাটামালিক প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাকে কিছু বলতে সাহস পাননা। অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না প্রশাসন। অথচ আবাসিক এলাকা ও বাগানের পাশে কৃষি জমি নষ্ট করে ইটভাটা তৈরি করতে নিষেধ রয়েছে। তাছাড়া ভাটায় কাঠ না পুড়িয়ে কয়লা পোড়ানোর কথা বলা হয়েছে। এসব নিয়ম অমান্যকারিদের বিরুদ্ধে ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসী জানান, এই এলাকায় কৃষি জমি ও বাগানগুলোর পাশেই কয়েকটি ইটভাটা গড়ে উঠায় জমিতে ফসল কমে গেছে ও বাগানগুলোতে তেমন ফল ধরেনা। ফলে তাদের বাধ্য হয়ে বাগানগুলো কেটে ফেলতে হচ্ছে। ভাটা বন্ধ হলে তাদের বাগানগুলো বেঁচে যেত। জমিগুলোও আবার ভরে উঠতো সোনালী ফসলে।

বাংলার বিবেক/  জি আর

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme