1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

ইরানে শনিবার থেকে শুরু লকডাউন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৭৮ বার
লকডাউন ইরানে
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : আগামী শনিবার থেকে রাজধানী তেহরানসহ ১৫০টি শহরে লকডাউন কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরান সরকার।

এদিকে গতকাল মঙ্গলবার থেকে ‌‌র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করা হয়েছে। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। আজ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধনের পর রাজধানী তেহরানের করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে ।

তিনি আরও জানান, বিশ্বে আমেরিকা, চিন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল। এখন ইরানও তা অর্জন করেছে। এ কারণে ওই চার দেশের নামের পাশে এখন ইরানের নামও উচ্চারিত হবে। ইরানের তৈরি এই টেস্ট কিট তেহরানের পাস্তুর ইন্সটিটিউটের তত্ত্বাবধানে সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদন পেয়েছে বলে তিনি জানিয়েছেন।

ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৮২ জনের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৩ হাজার ৩৫২ জন। এই পরিস্থিতি মোকাবেলা করতে লকডাউন শুরু করার পথে যাচ্ছে ইরান।

বাংলার বিবেক ডট কম১৮ নভেম্বর, ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme