অনলাইন ডেস্ক : রাজধানীর ভাটারা এলাকার নুরেরচালার সাঈদনগরে জালনোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগ।
সোমবার সকাল ১০টা থেকে সেখানে অভিযান শুরু হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরেরচালার সাঈদনগর এলাকার জালনোট তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জালনোট ও তা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এডিসি ইফতেখায়রুল ইসলাম।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply