রাজশাহী : সর্বত্মক লকডাউনের ১২তম দিন আজ। সড়কে বেড়েছে যানবাহনের উপস্থিতি। বেড়েছে দোকানপাট খোলার সংখ্যা। সাথে বেড়েছে মানুষের চলাফেরা।
সোমবার (১২ জুলাই) জশাহী মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা যায়।
এছাড়া গত কয়েকদিনের তুলনায় বেড়েছে দোকানপাট খোলার সংখ্যাও। কোনো দোকান পুরো খোলা, কোনোটি অর্ধেক, আবার কোনোটি ভেতরে ক্রেতা নিয়ে বাইরে থেকে বন্ধ করে চলছে ব্যবসা। এমনভাবে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় চলছে কেনা-বেচা।
এছাড়াও দেখা যায় চেকপোস্টের অদূরে দাঁড়াচ্ছে অটোরিক্সা। সেখান থেকে যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটছেন অটোরিক্সা চালকরা।
তবে পুলিশের উপস্থিতি টের পেলে অনেকেই দ্রুত বন্ধ করে দিচ্ছেন দোকান। পুলিশ চলে গেলে আবার খুলছে দোকার। অনেকটা চোর-পুলিশ খেলার মতো।
অন্যদিকে, চায়ের দোকানগুলোতে আড্ডা বেড়েছে মানুষের। কেউ চা কিনে নিয়ে যাচ্ছেন। আবার অনেকেই বসে খাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে কাজলা এলাকার এক চা বিক্রেতা জানান, বন্ধই ছিলো। কিছুদিন থেকে আবার খুলছি। পুলিশ মাঝে মধ্যে আসে। তবে কিছুু বলে না।
এছাড়া নগরীর বিনোদপুর, তালাইমারী, ভদ্রা, সাহেব বাজার, নিউ মার্কেট, আলুপট্টি, কামারুজ্জামান চত্বর, শালবাগান এলাকার মোড়গুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে অটোরিক্সা, অটো, মোটরসাইকেল ছাড়াও প্রাইভেটকার চলতে দেখ গেছে। যদিও পুলিশের পক্ষ থেকে যানবাহনগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। অটোরিক্সা চালক নবাব জানান, এখনও সড়কে সেইভাবে গাড়ি চলতে দেয় না। পুলিশ দেখলে অন্য সড়ক দিয়ে চলাচল করি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply