অনলাইন ডেস্ক : দিনাজপুর সদর উপজেলায় পাটক্ষেতের আইল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পাড়গাঁও থেকে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় মরদেহটি উদ্ধার করা হয়।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
তিনি জানান, নিহতের পরনে লাল রঙের শার্ট এবং সাদা ও নীল রঙ মিশ্রিত লুঙ্গি ছিল। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply