অনলাইন ডেস্ক : বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া ছাত্রের নাম রাকিব সরদার (১৫)। তিনি ওই উপজেলার মুন্ডুপাশা নতুন শিকারপুর এলাকার মামুন সরদারের ছেলে এবং ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।
রাকিবের স্বজনরা জানান, দুপুরে হঠাৎ রাকিবের খোঁজ পড়ে। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পেয়ে একই বাড়ির আলআমিন, সোহেল ও মেহেদী ওই বাড়ির পুকুরে রাকিবের নিথর দেহ ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকির সাঁতার জানতো না এবং তার মৃগী রোগ ছিলো বলে জানায় তারা।
ওই বাড়ির বাসিন্দা শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজের শিক্ষক সরদার সিদ্দিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply