অনলাইন ডেস্ক : মাদক, চাঁদাবাজী, লুটপাটসহ ১৯ মামলার আসামী শামীম সেখ @ কেতাব শামীম (৩০) কে ৪২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত শামীম সেখ কেতাব শামীম পুঠিয়াবাড়ী মহল্লার মৃত ফরজ আলী সেখের ছেলে।
এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ী আনারস ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে হোসেনপুর পুঠিয়াবাড়ী আনারস ঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এর আগে ইয়াবা ও বিভিন্ন মাদকসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল কেতাব শামীম। ৫টি মামলায় ওয়ারেন্টসহ ১৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, শামীম সেখ @ কেতাব শামীমের বিরুদ্ধে হোসেনপুর, ধানবান্ধি, পুঠিয়াবাড়ী, আনারস ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যকলাপে পরিচালনা করে আসছে বলে নানা অভিযোগে ১৯টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply