অনলাইন ডেস্ক : কয়েক দিন আগেই শেষ হলো কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। কোপার শিরোপা জিতেছে আর্জন্টিনা, অন্যদিকে ইউরো সেরার মুকুট পরেছে ইতালি। এবার যদি এই দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে লড়াই হয়, তাহলে কেমন হবে? এমনই একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ‘সুপার কাপে’ লিওনেল মেসির আর্জেন্টিনা ও জর্জিও চিয়েল্লিনির ইতালি মুখোমুখি হতে পারে।
আর্জেন্টিনার খেলাধুলা বিষয়ক দৈনিক পত্রিকা দিয়েরো ওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ও ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং উয়েফার মধ্যে এই নিয়ে বেশ কিছু সময় কথাবার্তা চলার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে।
আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দ্বিতীয় ঘর নেপলস এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে পারে। প্রস্তাব এসেছে ম্যাচটার নাম ‘ম্যারাডোনা সুপার কাপ’ রাখারও। ম্যাচটি নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি কনমেবল ও উয়েফা।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply