অনলাইন ডেস্ক : এমি অ্যাওয়ার্ডস ২০২১- এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ডিজনি প্লাসের ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে আছে। এ ছাড়া মার্ভেল ও ডিজনি প্লাসের ‘ওয়ান্ডাভিশন’ পেয়েছে ২৩টি, হুলুর ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ পেয়েছে ২১টি মনোনয়ন। ২০ ক্যাটাগরিতে মনোনয় পেয়েছে অ্যাপল টিভি প্লাসের কমেডি শো ‘টেড লাসো’।
মঙ্গলবার মনোনয়ন ঘোষণা করেছেন রন চ্যাফেস জোনস ও তার মেয়ে জেসমিন চ্যাফেস জোনস। এমি অ্যাওয়ার্ডসে চ্যানেল বা প্ল্যাটফর্ম হিসেবে ১৩০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে এইচবিও এবং এইচবিও ম্যাক্স। ১২৯টি মনোনয়ন পেয়ে পরেই আছে নেটফ্লিক্স। ডিজনি প্লাস ৭১টি মনোনয়ন পেয়ে আছে তৃতীয় স্থানে।
আগামী ১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ৭৩তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। দেখা যাবে সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সেডরিক দ্য এন্টারটেইনার।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply