অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপির কচ্চপিয়া এলাকা থেকে মোহাম্মদ ইউনুস এর কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল উদ্ধার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply