অনলাইন ডেস্ক : মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রাম থেকে আইয়ুব আলী (৫৫) নামের এক স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আইয়ুব শত্রুজিৎপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। তিনি শত্রুজিৎপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাতে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে আইয়ুব আলী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, রাত পৌনে ৯টার দিকে একটি কক্ষে আইয়ুবকে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। খবর পেয়ে ওই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আইয়ুবের লাশ উদ্ধার করে পুলিশ। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আইয়ুবকে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় হয় বলে ওই চিকিৎসক জানিয়েছেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply