রাজশাহী : রাজশাহী জেলা পুলিশ অভিযান চলিয়ে ৩২ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু করে বুধবার পর্যন্ত তাদের আটক করা হয়।
বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ ইফতে খায়ের আলম।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৯ জন, তানোর থানা ১১ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা০৫ জনকে আটক করে।
যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ২০ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ ১নং দানিয়েল মুর্মু(২০) কে ৫লিটার চোলাইমদ এবং ২নং বিটিময় টুডু(৫০) কে ৭৫গ্রাম গাঁজাসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ আলমগীর হোসেন(৩০) এবং ২নং মোঃ মোমিন মিয়া(২৮) কে ৩৫গ্রাম গাঁজাসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ খেজমত আলী(৩৫) এবং ২নং মোঃ রাজিব আলী(২২) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ কালাম মিয়া(৪৬) কে ২গ্রাম হেরোইনসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply