রাজশাহী : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টায় রাজপাড়া থানার হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার রাজপাড়া গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে মোঃ ইয়াসির আরাফাত হিমেল (২৭), মোঃ নুরুলের ছেলে মোঃ শহিদুল (২২), মৃত শহিদুলের ছেলে মোঃ নাসির (৩২) ও কোর্ট বুলনপুর গ্রামের মোঃ নাসিমের ছেলে মোঃ সাজন (২৭)।
অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply