অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে শুলেখা বালা (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (১৪ জুন) রাতে মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে স্বামীর বাড়ির পাশে ঘেরের পাড়ে আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শুলেখা বালা বড় গাওলা গ্রামের কালিদাস বালার স্ত্রী। খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের মৃত জনক বিশ্বাসের মেয়ে।
মোল্লাহাট থানার এস আই মঞ্জুর বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক অবস্থায় ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply