অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বাহাড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় ৭ মাদক ব্যবসায়ীকে পলাতক আসামি করে মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে নামে। পুলিশ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ৭ জন পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply