রাজশাহী : রাজশাহী নগরীর বুধপাড়া থেকে ১,,৮৮,০০০/- জাল টাকাসহ মোঃ আজিবর আলী (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল বুধবার (১৪ জুলাই) দুপুর সোয়া ২টায় মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী কড়ইতলা গ্রামের মৃত ময়েজ উদ্দিন ওরফে মজুর ছেলে মোঃ আজিবর আলী
এসময় তার কাছ থেকে বাংলাদেশী কথিত জাল ১০০০(এক হাজার) টাকার নোট=১০০ টি, মোট=(১০০০x ১০০)=১,০০,০০০/-(এক লক্ষ টাকা), ৫০০(পাঁচশত) টাকার নোট=১৭৬ টি, মোট=(৫০০x১৭৬)=৮৮,০০০/-(আটাশি হাজার)সহ সর্বমোট=১,৮৮,০০০/-(এক লক্ষ আটাশি হাজার) জাল টাকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-অ ধারার মামলা রুজু করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply