রাজশাহী : জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এ উপলক্ষে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সদস্যরা নগরীর তালাইমারী কাজলা এলাকায় গাছের চারা রোপণ করে এ কর্মসূচি পালন করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন সময় নানান ধরণের সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এর অংশ হিসেবে আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করছি। আমরা আশা করি এর মাধ্যমে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠগুলোসহ দেশের জনগণ বনায়নে উৎসাহিত হবে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, করোনা পরিস্থিতিতে রাজশাহী নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিৎ। বিশেষ করে বনজ, ভেষজ ও ফলজ গাছ লাগাতে সবাইকে আহ্বান জানান তারা।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবুহেনা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক ইফতেখায়ের আলম বিশালসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সাংবাদিকগণ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply