অনলাইন ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে ১ কোটি ৬০ লক্ষ পিস গলদা চিংড়ি পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর ৪টায় উপজেলার আজমার খাল এলাকায় অভিযান চালিয়ে এসকল রেণু পোনা উদ্ধার করা হয়।
জানা যায়, কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এএসএম লুৎফর রহমানের নেতৃত্বে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা উপকূলীয় আজমার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে আনুমানিক ১ কোটি ৬০ লক্ষ পিস গলদা চিংড়ি পোনা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের নির্দেশনায় হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দকৃত গলদা চিংড়ি পোনা মেঘনা নদী তে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত নৌকাটি উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply