অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বানিয়াচং উপজেলার ৫নম্বর দৌলতপুর ইউনিয়নের কড়চা-কবিরপুর হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ৫নম্বর দৌলতপুর ইউনিয়নের কড়চা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোররাতে নিহত দুজন পৃথকভাবে মাছ ধরতে হাওরে যান। ওই সময় বৃষ্টির সাথে বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মহানন্দ বৈষ্ণব জানান, একই ইউনিয়নের পাশাপাশি গ্রামের ওই দুজন পৃথকভাবে মাছ ধরতে গেলেও বজ্রপাতে দুজনই মারা গেছেন। রিপন বৈষ্ণবের লাশ সকাল সাড়ে ৯টায় উদ্ধার করা হলেও বাবুল বৈষ্ণবের লাশ সকাল ১১টায় উদ্ধার করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে নিহত ওই দুই ব্যাক্তির পরিবারকে নিয়মানুযায়ী সরকারিভাবে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply