অনলাইন ডেস্ক : নোয়াখালীর চাটখিলে বিষপান করে এক সৌদি প্রবাসী আত্মহত্যা করেছেন। তার নাম বেলায়েত হোসেন মানিক (৩২)। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কড়িহাটি গ্রামের মৃধা বাড়ির আবুল কালাম ছিদ্দিকের ছেলে।
শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন মানিক। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মানিক কিছু দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। তিনি সৌদি থাকাকালীন বিভিন্ন মানুষকে সেদেশে নেওয়ার কথা বলে টাকা নেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউকে সেখানে নিতে পারছিলেন না। এমতাবস্থায় বিভিন্ন মানুষ তাদের টাকা ফেরত চাচ্ছিলেন। ওই টাকা পরিশোধ করতে পারছিলেন না মানিক। এমতাবস্থায় বিষপানে আত্মহত্যা করেন তিনি।
এসআই ইকবাল বলেন, বিকাল ৪টার দিকে নিজ বসতঘরে বিষপান করেন মানিক। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে হাসপাতাল নিতে গেলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খিলপাড়া তদন্ত কেন্দ্রে এনে রাখে। পরবর্তীতে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply