রাজশাহী : রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তল ও গুলিসহ মোঃ আবুল বাশার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় চারঘাট থানাধীন পূর্ব বালাদিয়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২টি গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ নবীর উদ্দিনের ছেলে মোঃ আবুল বাশার।
অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় The Arms Act, 1878 এর 19-A ধারার মামলা রুজু করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply