রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টায় পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার ৩টি ভ্রমন ব্যাগ, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১সেট গাড়ীর কাগজপত্র, ৩টি মোবাইল, ৪টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড ও নগদ= ২,৮০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: কুমিল্লা জেলার বামনপাড়া থানাধীন দুলালপুর গ্রামের মোঃ মনিরের ছেলে আল আমিন (২১), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন দরজারপাড়া গ্রামের মোঃ রাজনের ছেলে মোঃ রাব্বি হাসান (২১) ও নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন বাগমার(গগনপুর) গ্রামের মৃতঃ আজিজার রহমানের ছেলে মোঃ আব্দুস সবুর আলী (৪১)।
অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অফিসার ও ফোর্স।
উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) ১৯(গ)/৩৮/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply