স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস সংক্রমণ রোধে, বাংলাদেশ ছাত্রলীগের দিক নির্দেশনায়, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্তৃক রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায়, সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর বিভিন্ন পেশার মানুষের মাঝে জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মো: মোস্তফা জামান লাবিব বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা ও বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত চিকিৎসা বিজ্ঞান শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আশিক হাসান স্বাগত ভাইয়ের দিক নির্দেশনায় মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। মানুষকে মাস্ক সঠিকভাবে পরানোসহ করোনাভাইরাস সম্পর্কে সতর্ক থাকার জন্যে আহ্বান করেছি।”
এছাড়াও উক্ত জনসচেতনামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে লাবিব, সাদিক, নিলয়, সোহান, ইশতিয়াক, কানন, প্রিন্স প্রমুখ।
বাংলার বিবেক/ জি আর
Leave a Reply