অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন খল কুমার ত্রিপরা সাগর (৩৬)। বরিবার সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি-তবলছড়ি সড়কের মরটিলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ইউপিডিএফ প্রসিত গ্রুপের সাবেক কর্মী বলে জানা গেছে।
নিহত সাগর উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির পদ্মিনী পাড়া গ্রামের অনিল মোহন ত্রিপুরা ও বৃষমালা ত্রিপুরার সন্তান। পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply