রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, বগুড়ার একজন, ঝিনাইদহের একজন ও পাবনার দুইজন ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের তিনজন, বগুড়ার একজন, পাবনার একজন ও ঝিনাইদহের একজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে ৭৬ জন বাড়ি ফিরেছেন। হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৪৩ জন এবং ও উপসর্গ নিয়ে ২৬৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে রোগী ভর্তি ছিলেন ৫০৬ জন। বর্তমানে করোনা ইউনিট গুলিতে শয্যা সংখ্যা ৪৫৪টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৫৭ জনের। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে ৪২ জনের। দুই ল্যাবের টেস্টে মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৭১ জনের। এতে করোনা পজিটিভ রেজাল্ট আসে ১০৯ জনের।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply