অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধে প্রতি পক্ষের হাতে কৃষক আব্দুল মান্নান খলিফা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের আমদির পাড়া গ্রামের মৃতঃ আব্বাস আলীর ছেলে অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার চাঁন মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ রোববার সকালে উক্ত জমির আইলে আব্দুল মান্নান ঘাস কর্তনের জন্য যায়, এতে উভয়ের মধ্যে বাকবিতাণ্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুল মান্নান পানিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুলিশ তদন্ত অফিসার মশিউর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply