অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলাধীন মহাসড়কের বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতের লাশ ও গাড়িটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম নুর মিয়া (৪০)। তিনি চট্টগ্রামের ডাবলমুরিং থানার ঈদগা মোল্লা পাড়ার সোনা মিয়ার পুত্র।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশে যাচ্ছিলেন নুর মিয়া। মহাসড়কে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের আনোয়ারা গেট অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে গেলে জলাশয়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা খাদ থেকে মৃতদেহ ও গাড়িটি উদ্ধার করেছি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply