নাম : কাজী মতিউর রহমান, বয়স- ৬০ বছর। তিনি রানীনগর হাদির মোড় এলাকার বাসিন্দা।
গত এক সপ্তাহ্ হলো চিকিৎসায় তার হার্টে ব্লক ধরা পড়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করে রিং লাগোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তার এই চিকিৎসায় প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকার প্রয়োজন।
কিন্তু তিনি একজন বৃদ্ধ অসহায় ও অসচ্ছল মানুষ। তাই তার পক্ষে একসাথে এত টাকা যোগাড় করা অসম্ভব হয়েছে পড়েছে।
এজন্য তিনি সমাজের সচ্ছল ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগীতার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানা:
ব্যাংক একাউন্ট: ০০১২১০০০২৩১৬৩
(একাউন্ট নাম্বার) (নাম): কাজী মতিউর রহমান
শাখা: রাজশাহী শাখা।
বিকাশ: ০১৩০৬৪৭২৭২৭, শাহনেওয়াজ জিতু
নগদ: ০১৯১২৭১১৭৩৮, মতিউর রহমান
রকেট: ০১৭২৫৪৮০৮০৩১, মুনিফ মাহরুফ
মোবাইল: ০১৮৭৮০৪৬০৪০
বাংলার বিবেক / এফ কে
Leave a Reply