এসএম বিশাল: রাজশাহী নগরীতে ব্যাটারীচালিত রিকসাসহ আলমগীর (২৭) নামের এক চোরকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
চুরি করা রিকসা নিয়ে পালানোর সময় হাতেনাতে আটক করে মতিহার থানার এসআই শাহাবুল ও সঙ্গীয় ফোর্স। মঙ্গলবার ২৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে রুয়েট গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত চোর মতিহার থানাধীন মির্জাপুর পূর্বপাড়া এলাকার নায়েব আলীর ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের কর্ম দক্ষতায় আজ একজন গরিবের একমাত্র উপার্জনের সম্বল রিকসাটি চুরির হাত থেকে রক্ষা পেয়েছে।
অপরাধ দমন, মাদক নির্মূল, আসামি গ্রেপ্তার, জীবনের ঝুঁকি নিয়ে বা জীবন বিপন্ন করে আইন-শৃঙ্খলা রক্ষায় এসআই শাহবুলের ব্যাপক সুনাম রয়েছে।
এসআই শাহবুল বলেন, রুয়েট গেটের সামনে কঠোর লকডাউনে জনসচেতনায় আমরা কাজ করছিলাম। এসময় আলমগীর চোর চুরি করা রিকসাটি নিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো।
তাকে গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করি এবং তার হাতে থাকা মোবাইলের কাগজ দেখতে চাই। পরে সে তার বাসা থেকে কাগজ নিয়ে এসেই পুলিশের জালে আটকা পড়ে চোর। উদ্ধার হয় চুরি যাওয়া রিকসাটি।
রিকসার মালিক নজরুল ইসলাস জানান, বিনোদপুর বাজারে ময়দা মিলে আটা নিতে ঢুকেছিলাম। এসময় মাস্টার কি দিয়ে রিকসাটির লক খুলে নিয়ে পালিয়ে যায় চোর। পরে স্থানীয়দের পরামর্শে রিকসাযোগে মেয়েকে নিয়ে থানার উদ্দেশ্যে যাচ্ছিলেন জিডি করতে। পথেই তাদের রিকসা চিনতে পেরে দৌর দিয়ে রিকসার সামনে আসেন এবং তাদের রিকসা বলে দাবি করে। এঘটনায় চোর আলমগীরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাংলার বিবেক/ জি আর
Leave a Reply