অনলাইন ডেস্ক : আফগানিস্তানের অন্তত ১৫ প্রদেশে আল-কায়েদার উপস্থিতি রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে এদের উপস্থিতি রয়েছে বলে নিরাপত্তা পরিষদের জন্য প্রস্তুত করা জাতিসংঘের এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
বিশ্লেষণমূলক সহায়তা এবং নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের ২৮তম প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে চলতি সপ্তাহে উপস্থাপন করা হয়েছে। তাতে আইএসআইএল, আল-কায়েদা ও তাদের সহযোগীদের ব্যাপারে তথ্য রয়েছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে দোহায় যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি সত্ত্বেও আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নাজুক রয়ে গেছে। এছাড়া শান্তি প্রক্রিয়া সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং পরিস্থিতির আরো অবনতির ঝুঁকি রয়েছে।
জঙ্গিদের একটি সাপ্তাহিকের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, তালেবানের সহায়তায় কান্দাহার, হিলমান্দ ও নিমরুজ প্রদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আল-কায়েদা।
জাতিসংঘের ওই রিপোর্টে আরো বলা হয়েছে, আল-কায়েদা মুলথ আফগান ও পাকিস্তানি নাগরিক নিয়ে গঠিত। এছাড়া ভারত, মিয়ানমার ও প্রতিবেশী একটি দেশ থেকে এতে যোগ দেয়। সূত্র: ডন
বাংলার বিবেক /এম এস
Leave a Reply