অনলাইন ডেস্ক : টোকিও অলিম্পিকে রৌপ্যপদক পেয়েছেন তুর্কেমিস্তানের খেলোয়াড় পোলিনা গারিয়েভা। আজ মঙ্গলবার ভারাত্তোলন বিভাগে নারীদের ৫৯ কেজি ওজন শ্রেণিতে পোলিনা এ পদক লাভ করেন। এটি তুর্কেমিস্তানের প্রথম অলিম্পিক পদক জয়।
৫৯ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক পেয়েছেন চীনের তাইপের ভারাত্তোলক কিয়ো সিং-চুন। ব্রোঞ্জ পেয়েছেন স্বাগতিক দেশের প্রতিযোগী মিকিকো আন্দোহ।
সূত্র : সিনহুয়া
বাংলার বিবেক /এম এস
Leave a Reply