অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে তামিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তামিমা আক্তার ওই গ্রামের রশিদুল হক কবিরাজের মেয়ে।
স্থানীয়রা জানান, আজ সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় শিশু তামিমা। বেলা সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়।
অন্যদিকে গত সোমবার সকালে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিয়া খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রিয়া খাতুন উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। সে একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply