অনলাইন ডেস্ক : এমন লকডাউন পরিস্থিতিতেও থেমে নেই ইয়াবার চালান ও পাচার। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে খাদ্য সরবরাহ দেওয়ার বদৌলতে একদম ফ্রি স্টাইলে ছড়িয়ে পড়ছে ইয়াবা। কারবারিদের রোহিঙ্গা শিবিরে মওজুদ করা বেশিরভাগ ইয়াবা চাল সরবরাহকারী গাড়িতে করেই সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরকমই একটি ট্রাকে করে ৫০ হাজার ইয়াবার চালান নেওয়ার সময় আজ মঙ্গলবার ভোরে ধরা পড়েছে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি চেকপোস্টে।
বিজিবি সদস্যদের হাতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ধরা পড়া পাচারকারি শরিফুল ইসলাম (২৮) চালানটি কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে নিয়ে যাচ্ছিলেন বগুড়ায়। তিনি মরিচ্যা বিজিবি চেকপোস্টে ধরা পড়ার পর অকপটে স্বীকার করেন যে, বগুড়ার কাহালু থেকে এসেছিলেন ইয়াবার চালান নিতে। বিজিবি সদস্যদের হাতে ধরা শরিফুল বগুড়ার কাহালু উপজেলার পুতারপুর গ্রামের বিদ্যুত খানের ছেলে।
জানা গেছে, বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ দিয়ে আসছে বিশ্বখাদ্য সংস্থা (ডাব্লিউএফপি)। সংস্থাটি আগে সরাসরি রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে চাল আমদানি করতো। কিন্তু পরবর্তীতে সারাদেশের চাল ব্যাবসায়ী এবং মিলারদের নিকট থেকে রোহিঙ্গাদের জন্য চাল কিনে নেয়। দেশের নানা প্রান্ত বিশেষ করে চাল উৎপাদনকারি এলাকা দিনাজপুর, বগুড়া, নাটোর, সিলেটসহ বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা রোহিঙ্গা শিবিরের জন্য ট্রাকে করে চাল নিয়ে যান কুতুপালং।
কক্সবাজারের রামুর বিজিবি-৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক ইব্রাহিম কালের কণ্ঠ অনলাইনকে জানান, আমাদের নিকট খবর ছিল যে, রোহিঙ্গা শিবির থেকেই সারাদেশে অত্যন্ত পরিকল্পিত উপায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইয়াবার চালান। এমনকি লকডাউনের সময়েও থেমে নেই। এ প্রসঙ্গে তিনি জানান, কুতুপালং রোহিঙ্গা শিবিরে বগুড়া থেকে আনা চাল বুঝিয়ে দিয়ে খালি ট্রাকটি আবার ফিরে যাচ্ছিল বগুড়ায়। সেই খালি ট্রাকে করেই কৌশলে ৫০ হাজার ইয়াবার চালানটি নিয়ে যাওয়া হচ্ছিল।
মরিচ্যা বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানান, পাচারকারী শরিফুল কুতুপালং রোহিঙ্গা শিবিরে এসেছিলেন চালবোঝাই ট্রাকে। তিনি সেই একই ট্রাকে ফিরতি পথে ৫০ হাজার ইয়াবার চালান নিয়ে ফিরছিলেন। তিনি জানান, এরকম খাদ্যবোঝাই গাড়িগুলো সবচেয়ে নিরাপদ বাহন। কেননা রোহিঙ্গা শিবিরের খাদ্যবাহী যানবাহনগুলো আইন প্রয়োগকারি সংস্থার কাছে তেমন বেশি তল্লাশির মুখে পড়তে হয় না। বিজিবির কাছে নিশ্চিত গোপন সূত্র থাকায় এ চালানটি ধরা পড়ে যায়। প্রসঙ্গত, গত এক সপ্তাহেই মরিচ্যা চেকপোস্টে প্রায় দেড় লক্ষাধিক ইয়াবার চালান ধরা পড়ে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply