অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বারাবঁকীতে এক ভয়াবহ দুর্ঘটনায় ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জনেরও বেশি শ্রমিক।
মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লখনৌ জাতীয় সড়কে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন ওই শ্রমিকরা। তাদের উপর দিয়েই চলে যায় লরিটি।
সে সময় লরি এসে ধাক্কা মারাতেই ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ। ঘটনায় আহত হয়েছেন ২৪ জনেরও বেশি শ্রমিকের।
পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার আসছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন সেই বাসে। লখনৌ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে খারাপ হয়ে যায় বাসের যন্ত্রাংশ। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাসে আসা কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন। সে সময়ই ঘটে এ ভয়ানক দুর্ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply