অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ছিনতাই করার সময় বাধা দেয়ায় এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী। এ সময় এলাকাবাসী ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
বুধবার ১১টার দিকে পৌর শহরের ৭নং ওয়ার্ডের লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মিজানুর রহমান মোকলেছ পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর শহরের লিচু বাগান এলাকায় মা টেলিকম নামে একটি দোকান পরিচালনা করতেন।
ছিনতাইকারী মো. রুবেল মিয়া ঝালকাটি জেলার রাজাপুর উপজেলার নইকাটি লেবুবুনিয়া বাজারের মো. শামছুল হকের ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ বলেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply