রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে এরআগের ২৪ ঘণ্টায় ১৮জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মোট ১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন ৫ জন। আর করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ১২ জনের। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৮ জন নারী ছিলেন। মৃতদের অধিকাংশের বয়স ৩০ থেকে ৬১ বছরের ওপরে।
হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, চাইনবাবগঞ্জের ১জন, নাটোরের ৩জন, নওগাঁর ১জন, পাবনার ৫জন, কুষ্টিয়ার ২জন ও বগুড়ার ১জন।
মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। এ নিয়ে ৫১৩ শর্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৫ জন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply