রাজশাহী : রাজশাহী জেলা পুলিশ অভিযান চলিয়ে ১৮ জনকে আটক করেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ ইফতে খায়ের আলম।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৮ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং শ্রী-কৃষ্ণ(৪২) কে ১০০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।
তানোর থানা পুলিশ ১নং ইসপিরিস হেমরন(৪১) কে ৫লিটার চোলাইমদসহ আটক করে।
মোহনপুর থানা পুলিশ কর্তৃক ৯০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাগমারা থানা পুলিশ ১নং মোঃ শাহাদত হোসেন(৪০) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ সাজ্জাদ আলী(৩৮) এবং ২নং মোঃ আনসার আলী(৪৮) কে ৪৫গ্রাম গাঁজাসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ আলামিন(৩৩) কে ৪.৬৮ লিটার বিদেশী মদসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ আবু হুরাইরা (হীরা) (২৯) কে ১২পিচ ইয়াবাসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply