অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগী বাড়ছে ব্যাপকহারে। পাশাপাশি করোনা মহামারীর মধ্যে ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগী। আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে যে চারজনের মৃত্যুর তথ্য পর্যালোচনায় রয়েছে তার মধ্যে একজন ঢাকার বাইরের। স্বাস্থ্য অধিদফতর থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগের দিন ১৫৩ জন ভর্তি হন। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার ৪১ জন বেশি আক্রান্ত হয়েছেন।
১৯৪ জনের মধ্যে ঢাকায় ১৮১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৩ জন। ঢাকার বাইরে আক্রান্তদের মধ্যে ৬ জন গাজীপুরে, ২ জন কিশোরগঞ্জে, ১ জন ময়মনসিংহে, ৩ জন যশোরে এবং একজন পাবনায়। এ পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এর মধ্যে ৪২ জন ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন। বর্তমানে ৪২ জন চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু সন্দেহে একজনের মৃত্যুর তথ্য আইইডিসিআরে পর্যালোচনায় রয়েছে।
চলতি বছরে সারা দেশে মোট ২২৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ১৯২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছারপত্র নিয়ে বাসায় ফিরেছেন ১৬৪৬ জন। বর্তমানে ৬৪২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬১৮ জন এবং ঢাকার বাইরে ২৪ জন।
করোনার মধ্যে এভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া বাড়ছে শঙ্কা। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ২৭ জুলাই থেকে ১০ দিনের চিরুনি অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার মগবাজারে মশক নিধনের চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিট প্রত্যেককেই লজ্জা পরিহার করে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’।
আতিকুল ইসলাম বলেন, নাগরিক সেবায় ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস, জরুরি সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে। নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৩৬টি মামলায় সর্বমোট ৪ লাখ ৪২ হাজার ৩০০ টাকা জরিমানা করে। এছাড়া এডিস নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply