অনলাইন ডেস্ক : রাজবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল কুষ্টিয়া জেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে মো. ফজলু শেখ (৪৩) ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মৃত আলী শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি এলজি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সংঘবন্ধ হয়ে পদ্মা নদীর চরাঞ্চলে বসে চাঁদা উত্তোলন ও ডাকাতি করার পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেলেন।
আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply