অনলাইন ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মারা গেলো দুই শিশু। উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মফজল আহমদের নতুন বাড়িতে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- লোকমান উদ্দিনের মেয়ে তাসনিয়া তাবাস্সুম (৫) ও তার ভাগ্নি কাইবা (৩)।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার সময় দুই শিশুকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন পরিবারের লোকজন। পরে ঘরের পাশে পুকুরে তাদের খোঁজ মেলে। দ্রুত দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত শিশু তাসনিয়ার বাবা ও কাইবার মামা লোকমান উদ্দিন বলেন, তিন দিন আগে আমি বিদেশ থেকে আসি। এসেই আমার মেয়ে ও ভাগ্নিকে হারালাম।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply