অনলাইন ডেস্ক : রাঙ্গামাটির বরকল উপজেলার ছোট কাট্টালী এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী চারজনকে আটক করেছেন সেনা সদস্যরা। শনিবার ভোরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সুরেন চাকমা (৩৬), অন্নাসং চাকমা (৮৫), অনিল চাকমা (১৯) এবং সাইমন চাকমা (৪০)।
তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, চারটি মোবাইল সেট, একটি হাতঘড়ি, একটি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। তারা ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানান সেনা কর্মকর্তারা।
সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply