রাজশাহী : রাজশাহী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের আটটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১) রাজশাহী ব্যাটালিয়ন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর চর এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়। বিজিবি-১ রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার রাত ১০টায় বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে ১৬ জনের একটি বিশেষ টহল দল রাজশাহীর কেশবপুর চর এলাকায় টহল পরিচালনা করছিলেন। এসময় আটটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। বর্তমানে মহিষগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply