1. [email protected] : admi2017 :
  2. [email protected] : motaharul :

রাজশাহীতে প্রায় দেড় লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিলেন এনএসআই কর্মকর্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১১১ বার

নিজস্ব প্রতিবেদক : ১ লক্ষ ৪০ হাজার টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিলেন এন.এস.আই এডি মহিদুল আলম মিয়া, সহকারী পরিচালক, জাতীয় নিরাপিত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), রাজশাহী বিভাগ, রাজশাহী।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরীর দেবিশিং এলাকায় রাস্তার ড্রেনের পার্শে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগে এ টাকাগুলি পাওয়া যায়।

এসময় ব্যাগের ভেতরে একটি কাগজে লেখা মোবাইল নাম্বার পান তিনি ঐ কর্মকর্তা। সাথে সাথে সে ঐ মোবাইল নাম্বারে ফোন দেন তিনি। অপর পাশ থেকে টাকার প্রকৃত মালিক ফোন রিসিভ করলে তাকে টাকা পাওয়ার বিষয়টি অবগত করেন। এবং তাকে ঘটনাস্থলে ডেকে পাঠান। টাকার মালিকের নাম মো. চঞ্চল মিয়া ছুটে আসেন দেবিশিং পাড়া এলাকায় অবস্থিত রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে। পরে টাকার উপযুক্ত প্রমান স্বাপেক্ষে তার হাতে হারানো ১ লক্ষ ৪০ হাজার তুলে দেন এনএসআই কর্মকর্তা মহিদুল আলম মিয়া। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম আব্দুল কাজিম (বাবু) সহ স্থানীয় পথচারী।

টাকার মালিকের নাম মো. চঞ্চল মিয়া তার বাড়ি যশোর মাগুরা জেলা সদর।

তিনি বিজিবি’র অবসরপ্রাপ্ত সদস্য। চঞ্চল মিয়া জানান, মাগুরা থেকে তিনি রাজশাহীতে এসেছিলেন পপুলার ডায়াগনিস্ট সেন্টারে তার মায়ের চিকিতসার জন্য। পথে তার মোটরসাইকেল (ঝিনাইদহ-ল-১১-৩৯৬৬) থেকে টাকার ব্যাগটি পড়ে যায়। পরে তিনি সিও বিজিবি-১, রাজশাহীকে অবগত করেন। পরে সত কর্মকর্তা মহিদুল আলম মিয়া টাকাটি পেয়ে আমাকে ফোন দেন। তিনি আরো বলেন, আমি গর্বিত ঐ কর্মকর্তার উপর। যিনি একসঙ্গে ১ লক্ষ ৪০ হাজার টাকা কুড়িয়ে পেয়েও আমাকে ডেকে ফেরত দিলেন। আমি মনে করি তিনি মহত্তের দৃষ্টান্ত স্থাপন করলেন।

বাংলার বিবেক ডট কম – ৩ নভেম্বর, ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme