আন্তর্জাতিক ডেস্ক : পর পর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকছে আমেরিকা। রবিবার বিকেল নাগাদ( স্থানীয় সময়) আবার বিমান দুর্ঘটনা ঘটল আমেরিকার উটাহতে। এদিন দুর্ঘটনার কবলে পড়ে ছোট আকারের একটি বিমান।
উটাহ’র নিউটাউন রিজার্ভরের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিউটন ফায়ার ডিপার্টমেন্ট জানাচ্ছে, বিমানটিতে ইঞ্জিনের কিছুটা ত্রুটি ছিল।
জানা গিয়েছে বিমান চালক ও দুই যাত্রী বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। সৌভাগ্যবশত তাঁরা কেউ আহত হননি। দুর্ঘটনার পর তাঁরা নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন।
দুর্ঘটনার পরেই পাইলট ৯১১ এ ফোন করেন এবং গোটা ঘটনার কথা জানান। পাশাপাশি কোনও যাত্রী যে আহত হননি সেকথাও জানান।
দমকলকর্মীরা জানিয়েছেন, বিমানটির সামান্য কিছুটা ক্ষতি হয়েছে। মূলত প্রপেলারের কিছুটা ক্ষতি হয়েছে। তবে কোনও তেল বাইরে বেরিয়ে আসেনি। এফএফএ’কেও এই দুর্ঘটনা সম্পর্কে অবগত রয়েছে।
নিউটনের ব্যাটালিয়ন ৩ এ এবং স্টেশন ৫০ থেকে কর্মকর্তাদের ফোন করে দুর্ঘটনাস্থলেও ডাকা হয়। কর্মকর্তারা না পৌঁছানো অবধি এই বাহিনী সেখানে সক্রিয় ছিল।
বাংলার বিবেক ডট কম – ১৭ নভেম্বর, ২০২০
Leave a Reply