ক্রীড়া ডেস্ক : ১৭ বছরের বর্ণময় ক্লাব ফুটবলে যবনিকা টানলেন আর্জেন্তিনা এবং বার্সেলোনার প্রাক্তন সেন্টার-ব্যাক জেভিয়ার ম্যাসচেরানো। রবিবার আর্জেন্তিনা প্রিমিয়র ডিভিশন লিগে আর্জেন্তিনোস জুনিয়র্সের হয়ে এস্তাদিয়ান্তেসের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলেন ম্যাসচেরানো। ওই ম্যাচে ০-১ গোলে হারের পরই অবসর ঘোষণা করেন প্রাক্তন বার্সেলোনা সেন্টার-ব্যাক।
ম্যাচের পর সাংবাদিকদের ম্যাসচেরানো জানান, ‘গত কয়েকমাসে আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে বেশ কিছু ঘটনা ঘটেছে। এইসব বিষয়ে ভাবতে ভাবতে আমি কেরিয়ারে দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়ে ফেললাম।’ কেরিয়ার নিয়ে বলতে গিয়ে বছর ছত্রিশের এই ফুটবলার জানান, ‘আমি আমার পেশাদার জীবনে ১০০ শতাংশ বেঁচেছি। আমি যে কোনও সময় নিজের একদম সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।
এছাড়া বার্সেলোনা প্রাক্তনী আরও বলেন সাম্প্রতিক সময়ে নানা কারণে তিনি মাঠে নেমে সেরাটা দেওয়ার মোটিভেশনটাই হারিয়ে ফেলেছেন। বার্সেলোনা ছাড়াও বর্ণময় কেরিয়ারে ব্রাজিলের কোরিন্থিয়াস, ইংল্যান্ডের লিভারপুলের জার্সিতেও খেলেছেন এই আর্জেন্তাইন। তবে কাতালান ক্লাবের হয়ে ১৯টি ট্রফি জয়ই তাঁর ক্লাব কেরিয়ারে সবচেয়ে বড় সাফল্য। বার্সেলোনার হয়ে আট মরশুমে ৫টি লা-লিগা, ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ২০১৮ হেবেই চিনা ফরচুন এফসি’তে যোগদান করেছিলেন ম্যাসচেরানো। সেখানে দু’মরশুম কাটানোর পর চলতি মরশুমের শুরুতে আর্জেন্তিনায় ফিরে আসেন ম্যাসচেরানো।
২০১৮ বিশ্বকাপ থেকে আর্জেন্তিনার বিদায়ের পর অব্যাহতি নিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে। আর এবার ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন তিনি। ২০১৪ আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল ম্যাসচেরানোর। আলবিসেলেস্তেদের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বাধিক ১৪৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করার রেকর্ড রয়েছে এই প্রাক্তন সেন্টার-ব্যাকের ঝুলিতে। ৪টি বিশ্বকাপ, ৫টি কোপা আমেরিকায় প্রতিনিধিত্ব করা ছাড়াও রিভার প্লেটের হয়ে সিনিয়র ক্লাব কেরিয়ার শুরু করা ম্যাসচেরানো অলিম্পিকে আর্জেন্তিনার হয়ে জোড়া সোনাও জিতেছেন (২০০৪, ২০০৮)।
বাংলার বিবেক ডট কম – ১৮ নভেম্বর, ২০২০
Leave a Reply