ক্রীড়া ডেস্ক : ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে সানিয়া মির্জার। যক্ষ্মার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ‘এমটিবি নিশেধ অ্যালোন টুগেদার’ নামে একটি শোয়ে তিনি অংশ নেবেন।
টেনিস তারকা সানিয়া বলেছেন, “আমাদের দেশে বহুদিনের পুরনো একটা ব্যাধির নাম যক্ষ্মা। অর্ধেকের বেশি রোগীর বয়স ৩০ বছরের নীচে।
তিনি আরও বলেছেন, “এই রোগের ঝুঁকি সব সময় থেকে যায়। করোনা অতিমারির ফলে ঝুঁকি আরও বেড়েছে। যক্ষ্মা আটকানো এখন আরও কঠিন হয়ে উঠেছে। তার জন্যই এটা করছি। আশা করছি আমার উপস্থিতি যক্ষ্মার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সাহায্য করবে। আনবে ইতিবাচক পরিবর্তনও।”
৫ এপিসোডের এই ওয়েব সিরিজে দেখা যাবে সদ্য বিবাহিত এক দম্পতি লকডাউনের সময় কেমন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। সানিয়া এই ওয়েব সিরিজে কথা বলবেন এই চ্যালেঞ্জগুলো নিয়েই। নভেম্বরের শেষ সপ্তাহে এই ওয়েব সিরিজ সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।
বাংলার বিবেক ডট কম – ১৮ নভেম্বর, ২০২০
Leave a Reply