গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গুদাম থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ মালামাল পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ‘আজ ভোর পাঁচটার দিকে টঙ্গী মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।’
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
বাংলার বিবেক ডট কম – ১৮ নভেম্বর, ২০২০
Leave a Reply