আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে বড় ধাক্কা দিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিসি) প্রকল্প বন্ধ করে দিল চিন।
বর্তমানে একদিকে যখন পাকিস্তান করোনা মোকাবিলায় ব্যস্ত, অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবেও ভুগছে পাকিস্তান। এই সময় চিনের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা মনে করছে কূটনৈতিক চাল। যাতে পাকিস্তান উচ্চ সুদের হারে লোন নিতে বাধ্য হয়, তাই চাইছে বেজিং।
এশিয়া টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছে, CPEC প্রোজেক্ট বন্ধ হওয়ার দরুণ পাকিস্তান সমস্যায় পড়তে পারে। ইতিমধ্যে এই প্রকল্পের অনেকগুলি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্যে আবার ২০১৮ সালে ইমরান সরকার কর্তৃক কিছু কাজও বন্ধ করা হয়। এক্ষেত্রে পূর্ববর্তী সরকারের ওপর দুর্নীতির অভিযোগ ছিল।
সম্প্রতি এই প্রজেক্টের জন্য মোট বিনিয়োগের একটি অংশ চিনের থেকে লোন নেওয়ার পরিকল্পনা করেছিল পাকিস্তান। এমতাবস্থায় চিন এমন পরিকল্পনা করছে, যাতে পাকিস্তান উচ্চ সুদের হারে লোন নিতে বাধ্য হয়।
এরই মধ্যে সিপিইসি কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অসীম সেলিমের নামও দুর্নীতির কবলে পড়ে। এর ফলে কিছুটা ধাক্কা খায় চিনও।
অন্যদিকে, পাকিস্তানেও বর্তমে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধী জোট ঘোষণা করেছে, সরকারের নিষেধাজ্ঞার পরেও তারা ২২ নভেম্বর পেশোয়ারে একটি মেগা সমাবেশ করবে। উল্লেখ্য, ইমরান সরকারের বিরুদ্ধে পাকিস্তানে জোট করেছে বিরোধীরা। ১১ টি বিরোধী দল পাকিস্তান ডেমোক্রেটিভ মুভমেন্ট নামে একটি জোটে আবদ্ধ হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ১৯ নভেম্বর, ২০২০
Leave a Reply