এমডি রানা: রাজশাহীতে পৃথক দুটি অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাটাখালি থানা পুলিশ।
সোমবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কাটাখালি থানাধীন টাঙ্গন প্রথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ সুজন (২৮) নামের এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এসআই সেরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাটাখালি থানাধীন বুদপাড়াে এলাকার মৃত আমজাদের ছেলে।
এসআই সেরাজুর ইসলাম জানান, সুজন একজন চিহিৃত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
অপরদিকে ১০ গ্রাম হেরোইনসহ দিলবার (৩৪) নামের আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন কাটাখালি থানার একই টিম।
সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গন ভাড়পাড়া ঈদগাঁর পাশে থেকে গ্রেফতার করেন তারা। গ্রেফতারকৃত হেরোইন ব্যবসায়ী কাটাখালি থানার বেলঘড়িয়া এলাকার ইসরাফিলের ছেলে। এঘটনায় কাটাখালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান এসআই সেরাজুল ইসলাম।
বাংলার বিবেক/ জি আর
Leave a Reply