নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাহাবী নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ইসমাইল গড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সাহাবী ওই গ্রামের বাসিন্দা নূর আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে গ্রামে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল সাহাবী। খেলার একপর্যায়ে সবার অগচরে শিশুটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে স্বজনরা ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় সাহাবীকে উদ্ধার করে।
সাহাবীকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
বাংলার বিবেক ডট কম – ১৯ নভেম্বর, ২০২০
Leave a Reply